সাতক্ষীরা বই মেলায় সায়েন্স ফিকশন বইয়ে আগ্রহ বেশি তরুণদের
প্রতিটি দিন গড়াচ্ছে আর ভিড় বাড়ছে সাতক্ষীরার বই বইপ্রেমী পাঠক, লেখক, দর্শনার্থীর। কেউ বই কিনছেন কেউবা ঘুরে দেখছেন স্টল।
গত ৭ তারিখ থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যদের মতো শিশু-কিশোর, তরুণ-তরুণীরাও ভিড় জমিয়েছে বই মেলায়।
বাবা আর মায়ের সঙ্গে বই মেলায় এসেছে প্রিয়ম ও পায়েল দুই ভাইবোন। বইমেলা ঘুরে ঘুরে সে সায়েন্স ফিকশন বই কিনেছে দুইটি। একটি মুহাম্মদ জাফর ইকবালের ‘নিয়ন’ অপরটি দীপন মজুমদারের ‘টিংকুর যন্ত্রমানব’। পায়েল, ছোটবেলা থেকেই সায়েন্স ফিকশন বই পড়তে ভালো লাগে। তাই বইমেলার বই কিনতে এসেছি। বইমেলা চলাকালে আরও যেসব সাইন্স ফিফশন বই আসবে সেগুলোও কিনবো। আমার মতো বয়সীদের কাছে সায়েন্স ফিকশন বই খুবই জনপ্রিয়। তাই এমন বয়সের সবাই বই মেলায় আসলেই সায়েন্স ফিকশন বই কেনে।
পায়েলর মা পম্পা পাইন দৈনিক সাতক্ষীরাকে বলেন, আমার মেয়েটা সায়েন্স ফিকশন বই পড়ার পোকা। প্রতিদিনি বইমেলায় আসার বায়না করে । যেসব স্টলগুলোতে সায়েন্স ফিকশন বই পাওয়া যাচ্ছে, সেসব স্টলে তরুণদের অনেক ভিড় বলে জানান এই অভিভাবক।
ম্যানগ্রোভ সাহিত্য পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরার কবি ও সাহিত্যিক স. ম. তুহিন জানান সাতক্ষীরায় এর আগেও বইমেলা হয়েছে তবে এত বড় এবং সরাসরি প্রকাশনীর স্টল দিয়ে এটা মেলা প্রথম।সাতক্ষীরা সহ দেশের অনেক লেখক এ মেলায় তাদের বই প্রকাশ করেছেন ।
সাতক্ষীরা জেলা প্রশাসককে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য। আজ এই বই মেলা দেখে মনে হচ্ছে এ যেন প্রাণের মেলা বসেছে।
তবে প্রাণের এই বইমেলার প্রথম সপ্তাহ না গড়ালে বইপ্রেমী ক্রেতা, দর্শনার্থীদের পদচারণয় সন্তোষ প্রকাশ করেন মেলার সংশ্লিষ্টরা।