ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস,এম সাহেব আলীর গণসংযোগ ও পথসভা
আসন্ন আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস, এম সাহেব আলী ৮নং খাজরা ইউনিয়নের চেউটিয়া বাজার, খাজরা বাজার, রাউতাড়া, কাপসন্ডা,তুয়ারডাঙ্গাসহ আশপাশের এলাকায় দিনভর গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগ ও পথসভায় তার সফর সঙ্গী ছিলেন মোঃ সালাহ উদ্দীন, আওয়ামী সেচ্ছাসেবক লীগ আশাশুনির শিক্ষা বিষয়ক সম্পাদক,স্বেচ্ছাসেবক লীগের মোঃ শামিম রেজা,রামপদ সানা,মোঃ ফজলুর রহমান সানা,আবু হাসান,মনিরুল ইসলাম,রাজু হোসেনসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মী।
গণসংযোগ কালে তিনি বলেন আমি নির্বাচনে জয় করলে আশাশুনিকে হয়রানি ও দুর্নিতি মুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলবো। এ সময় তিনি তার চশমা প্রতিকে সকলের কাছে ভোট চান।
Please follow and like us: