বুড়িগোয়ালিনীতে বৈচিত্র্য আন্তঃ নির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরের বুড়ি-গোয়ালিনীতে বৈচিত্র্য, আন্তঃ-নির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কলবাড়ী ব্র্যারাক এর কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১২ ই মার্চ ২০১৯) ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিক এর সার্বিক ব্যবস্থাপনায় বারসিক এর লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দান করেন বারসিক এর সহযোগী সমন্বয়কারী মো. বাহাউদ্দীন বাহার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও উপজেলা ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের উপদেষ্টা দীপক মিস্ত্রি, সাধারণ সম্পাদক মো. আবু ইসহাক হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, দপ্তর সম্পাদক গোপাল গাইন প্রমুখ।