কালিগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতি সভা
কালিগঞ্জে জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউ এন ও সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিফাত উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা ঈমাম সমিতির সভাটতি হাফেজ মাওঃ আব্দুল গফুর, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব অজেদ আলী, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার মুজিবুর রহমান, এ্যাডঃ জাফরউল্যাহ ইব্রাহিম, শিক্ষক শেখ আল আমিন প্রমুখ।