কালিগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামীলীগ ধলবাড়ীয় ইউনিয়ন শাখার ২নং ওয়ার্ডের সভাপতি হিমাংশু সরকারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ১২ মার্চ বিকাল ৫টায় মুকুন্দপুর চৌমহনী বাজারে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সভাপতি গোবিন্দ মন্ডল, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক নূর আহমেদ সুরুজ, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ ঘোরামী প্রমুখ। ১১মার্চ রাতে ধলবাড়িয়া ইউনিয়নের চৌমহুনীতে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন বিষয়কে কেন্দ্র করে হিমাংশু সরকারের উপর হামলার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।