সাতক্ষীরায় মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে বাই সাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
“মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা বাল্য বিবাহ বন্ধকরার সবচেয়ে ভালো উপায়” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মানব পাচার ও বল্য বিবাহ প্রতিরোধে বাই সাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২টায় অগ্রগতি সংস্থার সার্বিক তত্ত্বাবধানে ইউ এস এইড ও ইউনরক ইন্টারন্যাশনাল এর অর্থায়নে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে এই মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে বাই সাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাইসাইকেল ক্যাম্পেইনটি ডি.বি. ইউনাইটেড হাইস্কুল থেকে ব্রহ্মরাজপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মানব পাচার ও বাল্য বিবাহের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার এ্যাডভোকেসি অফিসার সেলিমুর রহমান, এ্যাভোকেসি অফিসার মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মোঃ ফয়জুল হকসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, মানব পাচার ও বাল্য বিবাহ রোধে সকলকে সচেতন থাকার পাশাপাশি এর কুফল সম্পর্কে আরও প্রচার প্রসার চালাতে হবে। মেয়েরা ১৮ এবং ছেলেরা ২১ বছরের নিচে কোন মতেই বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার আহ্বান করে বলেন, কোন পরিবার যদি জোর করে ছেলে বা মেয়েদের বিয়ে দিতে চাই তাহলে কোন খরচ ছাড়ায় ১০৯ নাম্বারে কল করলে প্রশাসন তাদের পাশে এসে দাড়াবে এবং সার্বিক সহযোগিতা করবে। এসময় তিনি এই সুন্দর অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।