আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত : দুই বোন আটক
আশাশুনিতে জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুইবোন কামরুন নাহার(২৪) ও মাসুদা খাতুন (৪৫) কে জিজ্ঞাসা বাদের জন্য প্রতাপ নগরের বাড়ি থেকে আটক করেছে পুলিশ ।
সোমবার দুপুরে টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতাপনগর গ্রামের আহম্মদ আলি সরদার তার ছোট ছেলে আনারুল ইসলামকে (২৮) নিয়ে একসাথে বসবাস করতেন।
অন্য দু’ছেলে আনিছুর রহমান (৪০) ও মিজানুর রহমান (৩২) পৃথক বসবাস করতেন। পিতা সকল সন্তানের মধ্যে জমি ভাগবাটোয়ারা করে দেওয়ার জন্য সোমবার সকালে তার তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসেন।
ভাগাভাগির কথা চলাকালে বিরোধের সৃষ্টি হলে ছোট ভাইয়ের সাথে বড় ভাইদের কথা কাটাকাটি এক পর্যায়ে বড় ভাই দু’জন ছোট ভাইয়ের উপর চড়াও হলে এক পর্যায়ে তাদের ছুরির আঘাতে আনারুল ঘটনাস্থানেই নিহত হন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান ঘটনাস্থান পরিদর্শন শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার দুপুরে অর্থ সম্পদের বিরোধে বড় ভাইদের ছুরিকাঘাতে ছোটভাই আনোয়ারুল ইসলাম নিহত হয়েছে। বড় দুইভাই পলাতক রয়েছে। এখনও কোন মামলা হয়নি।
ইউপি সদস্য আয়ুব আলী বলেন, পাঁচ বোন তিন ভাইয়ের মধ্যে আনোয়ারুল ছোট। প্রতিবেশীদের বরাত দিয়ে ইউপি সদস্য বলেন, আনোয়ারুলদের পরিবারে অর্থ সম্পদ নিয়ে পারিবারিক বিরোধ মাঝে মধ্যেই ঘটতো।