‘আশাকরি বাকিরাও আগামীতে চলে আসবেন’
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণবন্ত এবং সকল রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সংসদকে পরিণত করার জন্য তারা চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নতুন সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, যারা নতুন এসেছেন তারা নিশ্চয়ই এখান থেকে কাজ শিখবেন।
তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন এবং তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, সব আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। তিনি বলেন যে, ‘দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। দুর্নীতি বন্ধের জন্যও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন সময় যে দুর্নীতি হয়েছে তা সামরিক স্বৈরাতন্ত্রের ফলেই বাংলাদেশে বিস্তার হয়েছে। সরকার এখন দুর্ণীতি বন্ধের জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে।’
তিনি সংসদে বিরোধী দলের একমাত্র ধানের শীষ প্রতীক নিয়ে জেতা সুলতান মোহাম্মদ মনসুরকে সংসদে স্বাগত জানিয়ে বলেন,‘ আশাকরি বাকিরাও আগামীতে সংসদে চলে আসবেন।’