১১ শিশুর মৃত্যুর জেরে মন্ত্রীর পদত্যাগ
ভুল চিকিৎসায় ১১ শিশুর মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী আবদেররউফ এল শেরিফ। শনিবার এক বিবৃতির মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা প্রদান করেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মৃত্যুর তদন্ত প্রতিবেদন অনুযায়ী জীবানু সংক্রমনের ফলেই ৭-৮ মার্চের ভেতর শিশুগুলোর মৃত্যু হয়। – খবর বিবিসি’র
দেশটির প্রধানমন্ত্রী ইউসেফ শাহেদ জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গেল ডিসেম্বরে দায়িত্বগ্রহণ করেছিলেন আবদেররউফ। দায়িত্ব গ্রহনের মাত্র চার মাসের মাথায় পদত্যাগ পদত্যাগ করতে হলো তাকে।
তিউনিসিয়ার শিশুরোগ সোসাইটি তাদের এক ফেসবুক পোস্টে বলেছে, অন্ত্রের ইনজেকশনের কারণে শিশুগুলোর শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যখাতে অনিশ্চিত’ অবস্থার জন্য তারা সমালোচনাও করেন।
উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে তিউনিসিয়ার চিকিৎসা ব্যবস্থার বেশ সুনাম আছে। স্থাস্থ্যখাতের রাজস্ব থেকে দেশটি বেশ লাভবান। কিন্তু ২০১১ সালে প্রেসিডেন্ট জিন এল-আবিদিন বেন আলীর অপসারণের পর থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অর্থনৈতিক সমস্যা বেড়ে যাওয়ায় দেশটিতে প্রয়োজনীয় ঔষধের সরবরাহ হ্রাস পায়। ফলে পড়ে যায় দেশটির চিকিৎসা খাতের মান।