সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করলেন এমপি রবি
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৯ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে সিবি হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা বেলুন ও ফেস্টুন উড়িয়ে সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিবি হসপিটালের পরিচালক এ.কে.এম আনিছুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ সম্পাদক ইদ্রিস বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, ট্রেজারার শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ। সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগে ৮টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় সেতু বন্ধন ক্লাব বনাম ইউনুছ আলী স্মৃতি সংসদ। টসে জিতে সেতু বন্ধন ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ইউনুছ আলী স্মৃতি সংসদকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়। খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন আসিফ কবির হিরন, আবু হাসান বাবলু। স্কোরারের দায়িত্ব পালন করেন মোঃ. ফজলুল করিম। এসময় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অসংখ্য ক্রিকেট প্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।