সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি,এই প্রতিপাদ্যকে ধারণ করে রবিবার সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ হয়। শোভাযাত্রাটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে খুলনা রোড মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা পরবর্তীতে জেলা প্রশাসক চত্তরে এক সংক্ষিপ্ত আলোচনা করেন সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক চত্তরে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক তত্ত্বাবধানে এক দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে মহড়ায় অংশগ্রহণ করেন ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ ও উদ্ধার ইকুইপমেন্টেরসহ বাস্তববাদী অনুশীলনের উপর এই মহড়ায় প্রায় ৪০ দক্ষ ফায়ার ফাইটার এবং রেসকিউ টিম অংশ নেয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অংশগ্রহণ করে সাতক্ষীরা পৌরসভা, উন্নয়ন সংগঠন বরসা, সুশীলন, ব্র্যাক, ক্রিসেন্ট, অগ্রগতি, উত্তরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার শতাধিক জনগণ ।