রাইচ মিল মালিক সমিতির উদ্যোগে এমপি রবিকে সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা
সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির উদ্যোগে এমপি রবিকে সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সাতক্ষীরা খাদ্য গুদামের মাসুদুর রেজা, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর, উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, ফারহা দীবা খান সাথী, অনিমা রাণী মন্ডল, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।