ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের পথসভা ও গণসংযোগ
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন আনারস প্রতিকে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেছেন। রবিবার বিকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা, দৌলতপুর, গোবিন্দপুর বাজারসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন তিনি। পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবার আলী, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মহিউদ্দীন মাষ্টার, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, ইউপি সদস্য এম.আর মিঠুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Please follow and like us: