কলারোয়া বেত্রবতী হাইস্কুলে আইসিটি বিষয়ক ইন হাউজ ট্রেনিং অনুষ্ঠিত
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি বিষয়ক ইন হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো.হারুন অর রশিদ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার সাইফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, মো. আবু বকর ছিদ্দীক, মো. মশিউর রহমান, মো.তজিবুর রহমান, মো.আনারুল ইসলাম, মো.সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রিনা রাণী পাল, অফিস সহকারী মো. আমিরুল ইসলাম, পিয়ন মো. ফারুক হোসেন প্রমুখ। কর্মশালায় মাল্টিমিডিয়া ক্লাস, কনটেন্ট তৈরিসহ, ব্যানবেইস ও শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন জরুরী বিষয় সম্পর্কে ধারণা দেয়া হয়।