এবার কাশ্মীরে একজন ভারতীয় জাওয়ান অপহরণ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা থেকে এবার অপহরণের শিকার হয়েছেন এক ভারতীয় জাওয়ান। শুক্রবার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় সেই সেনা সদস্যকে বাদগাম জেলার কাজিপোরা চাদুরা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় বিদ্রোহীরা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ ইয়াসিন ভাট নামে সেই সেনাবাহিনীর জওয়ান সম্প্রতি এক মাসের ছুটিতে নিজ বাড়িতে ফিরেছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ভারতীয় সেনাবাহিনীর রাইফেল ম্যান হিসেবে কর্মরত অবস্থায় আছেন। এই সেনা অপহরণের ঘটনায় পাক-ভারত উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি ছুটিতে বাড়ি আসেন ইয়াসিন। পরে গত শুক্রবার সন্ধ্যাবেলায় সশস্ত্র ব্যক্তিদের একটি দল আচমকা বাড়িটিতে হানা দেয়। তখন তারা সেই বাড়ি থেকে সেনাবাহিনীর এই জওয়ানকে তুলে নিয়ে যায়।’
অপরদিকে ভারতীয় সেনা কর্তৃপক্ষের মতে, ‘কাশ্মীরের সন্ত্রাসীরাই আমাদের জওয়ানকে ধরে নিয়ে গেছে। তার খোঁজে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমরা খুব শিগগিরি তাকে অক্ষত অবস্থায় খুঁজে বেড় করবো।’
উল্লেখ্য, গত মাসে পুলওয়ামায় করা ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪৪ সিআরপিএফ জওয়ান নিহত হন। মূলত এর পর গোটা কাশ্মীর উপত্যকা জুড়েই যখন নিরাপত্তার তীব্র কড়াকড়ি চলছে, ঠিক তখনই এমন সেনা অপহরণের ঘটনা ঘটল।