তালায় পুুকুরে বিষ:অর্ধলক্ষ টাকার মাছ মরে সাবাড়
পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার আটারই গ্রামে আনন্দ দাস’র পুকুরে বিষ প্রয়োগ করেছে প্রতিপক্ষ দূর্বৃত্তরা। এতে অর্ধ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতীর মাছ মরে সাবাড় হয়েছে।
তালার উত্তর আটারই গ্রামের রঞ্জন সরকারের ছেলে জুয়েল সরকার জানান, খ্রীস্টান ধর্ম গ্রহন করার পর থেকে একই গ্রামের কতিপয় ব্যক্তিরা বিভিন্ন সময় নানাভাবে অত্যাচার চালাচ্ছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ১২জন শরিকের বড় একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। বিষের তীব্রতায় পুকুরে থাকা রুই, কাতলা, মৃগেল, শিং ও মাগুর সহ নানান প্রজাতীর অর্ধ লক্ষাধিক টাকার মাছ মরে ভেঁসে ওঠে। প্রাথমিক ভাবে কারা মাছে বিষ প্রয়োগ করেছিল তা জানা না গেলেও গত ২দিন আগে বিষয়টি ফাঁস হয়। ধর্মীয় বিষয় এবং জমি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে অনিল দাসের ছেলে গোাবিন্দ দাস, শিবপদ দাসের ছেলে বিশ্ব দাস ও তিরপিন দাসের ছেলে বিধান দাস গং ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এঘটনায় তালা থানায় দূর্বৃত্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Please follow and like us: