কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করে নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নেতৃত্ব দেন ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)জেল্লাল হোসেন, এসআই শারমিন সুলতানা শিখা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফরুক হোসেন, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ র্যালিতে অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। র্যালী শেষে অতিথিবৃন্দ নারী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।