ময়ূরপঙ্খী উড়বে আজ
ছিনতাইচেষ্টার শিকার বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খীর মেরামত শেষ। এখন উড্ডয়নের জন্য প্রস্তুত। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির অনুমতি পাওয়া গেলে আজ থেকে ফের আকাশে উড়বে উড়োজাহাজটি।
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ আহমেদ নামের এক দুষ্কৃতকারী। তবে পাইলট ও ক্রুদের বিচক্ষণতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় কমান্ডো অভিযানে ছিনতাইচেষ্টাকারী পলাশ আহমেদ মারা যায়। ওই ঘটনার পর উড়োজাহাজটির কিছু ছোটখাটো ক্ষতি হয়েছিল। এখন মেরামত কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে।
এদিকে, ময়ূরপঙ্খী ছিনতাইচেষ্টার ঘটনার সময় দায়িত্বরত বেবিচকের দুই নিরাপত্তা কর্মকর্তা ও তিন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিমানবাহিনীর এক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে।
বরখাস্তরা হলেন- সিভিল এভিয়েশনের সিকিউরিটি সুপারভাইজার লেহাজ উদ্দিন ভূঁইয়া, নিরাপত্তারক্ষী ইউনুস হাওলাদার, আনসার সদস্য আলিম হোসেন, মাহফুজুর রহমান ও সাদ্দাম হোসেন। অন্যদিকে, বিমান বাহিনীর সার্জেন্ট সাজেদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।