দেবহাটায় ৭ই মার্চ উপলক্ষে ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
দেবহাটায় ৭ই মার্চ উপলক্ষে আলোচনা,স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণ ও কুইুজ প্রতিযোগিতা সহ অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের কালজয়ী ভাষণ,কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। এসময় উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম,মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান,কৃষি কর্মকর্তা জসীম উদ্দীন,শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট,প্রণব কুমার মল্লিক,কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।