কলারোয়ার বোয়ালিয়ায় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় শেখ রাসেল স্মৃতি ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (৭মার্চ) দিনভর উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচে স্বাগতিক বোয়ালিয়া (৫নং টিম) ভলিবল দল ২-১ গেমে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে ১ম ম্যাচে ঝাপাঘাট ভলিবল টিমকে পরাজিত করে বোয়ালিয়া ৫নং ভলিবল দল। ২য় ম্যাচে সোনাবাড়িয়াকে পরাজিত করে গোয়ালচাতর, ৩য় ম্যাচে বোয়ালিয়া রাসেল সংঘকে পরাজিত করে কামারালি এবং ৪র্থ ম্যাচে কাকডাঙ্গাকে পরাজিত করে বোয়ালিয়ার ৪নম্বর ভলিবল টিম। ১ম সেমিফাইনাল বোয়ালিয়া ৫নং টিম গোয়ালচাতরকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ২য় সেমিতে বোয়ালিয়া ৪নং টিম কামারালিকে পরাজিত করে। আর ফাইনালে বোয়ালিয়া ৪নম্বর টিমকে ১-২ গেমে পরাজিত করে বোয়ালিয়া ৫নম্বর টিম।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে মোবাইল ফোন সেট পুরষ্কার দেয়া হয়।
বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আশরাফ হোসেন, আব্দুর রহমান মুহুরী, মাস্টার মুজিবুর রহমান, ডাক্তার ইমাদুল হক, জামাল সরদার, শামছুর রহমান বিশ্বাস, কলারোয়া নিউজের ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রভাষক আলতাফ হোসেন।