ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত। আজ ০৭ মার্চ বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান। প্রধান অতিথি ছিলেন- জেলা নেতা কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রধানমন্ত্রীর মনোনীত এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল, জেলা সাংগঠনিক সম্পাদক স,ম আব্দুস সত্তার, গাজী গোলাম মোস্তফা বাংলা, নুরুজ্জামান টুটুল প্রমুখ। বক্তাগণ বলেন, জাতির জনক হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭১-এর ৭ মার্চ ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলার দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করে। সে স্বাধীনতার ফসল আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। যারা বাংলাদেশকে ভালোবাসেন, জাতির পিতাকে ভালোবাসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ভোট দিবেন। বক্তব্য শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের মুয়াজ্জিন।