এম.এ সামাদ’র প্রথম কাব্য গ্রন্থ সাঁঝের বেলা’র মোড়ক উন্মোচন
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধুর জন্মদিন ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শুরু হয়েছে ১১দিন ব্যাপি বই মেলা। বই মেলাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে বন্ধনের সাথী কবি এম.এ সামাদ’র প্রথম কাব্য গ্রন্থ সাঁঝের বেলা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে কাব্য গ্রন্থ সাঁঝের বেলা’র মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বন্ধনের সভাপতি শেখ নিজাম উদ্দীন, বন্ধনের সাথী দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক প্রমুখ। এসময় বন্ধনের সাথীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: