আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালনের লক্ষ্যে আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগের মটর সাইকেল শোভাযাত্রা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সদরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ও সকল ইউনিয়ন নেতাকর্মীদের অংশ গ্রহণে প্রথমে মটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে আশাশুনি বাজার চত্বরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম সাহেব আলির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলি।
বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি অ্যড. সাইদুজ্জামান জিকো ও পৌর যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম। জি এম মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ। বক্তারা আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এস এম সাহেব আলিকে বিজয়ী করতে আহবান জানান।