আশাশুনিতে আওয়ামীলীগ নেতা সুমনের নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে স্মরণ করে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আশাশুনিতে আওয়ামীলীগ নেতা সুমনের নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশ গ্রহণে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ন কবির রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, উপজেলা তাঁতীলীগ সভাপতি ডাঃ বদিউজ্জামান মন্টু প্রমুখ। সমাবেশে বক্তাগণ আশাশুনি থেকে নৈরাজ্য, শাসন-পীড়ণ, চাঁদাবাজী ও সাধারণ মানুষকে হয়রানী বন্দ করতে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অ্যড. শহিদুল ইসলাম পিন্টুকে ভোট দিতে আহবান জানান। তারা বলেন, এবারের নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কেউ ভোট ডাকাতি কিংবা শক্তি প্রয়োগের অপচেষ্টা চালালে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।