আধুনিক অস্ত্রে চীন সেনাদের প্রশিক্ষণ দেবে রাশিয়া!
মস্কো এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তর করতে যাচ্ছে চীনকে। তাই দেশটির কমপক্ষে ১০০ সেনাকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চালানোর প্রশিক্ষণ দিতে যাচ্ছে রাশিয়া।
রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা জানায়, এজন্য চীনকে প্রায় ৩০০ কোটি ডলার খরচ করতে হচ্ছে। চীন হচ্ছে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম বিদেশি ক্রেতা।
চীনকে এস-৪০০’র প্রথম ইউনিটের চালান হস্তান্তর করা হয়েছে গত বছরে। এর সঙ্গে সংশ্লিষ্ট সেনাদেরকে রাশিয়া প্রশিক্ষণ দিয়েছে এবং তারা সফলতার সঙ্গে এ ব্যবস্থা পরিচালনার পরীক্ষা চালিয়েছে।
তাস জানায়, এস-৪০০’র একেকটি ইউনিটে রয়েছে একটি কমান্ড পোস্ট, রাডার স্টেশন, লাঞ্চিং স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সম্পত্তি।
রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ৪০০ কিলোমিটার বা ২৪৮ মাইল দূরের এবং ৩০ কিলোমিটার উচ্চতার লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে।