কাদেরের সুস্থ হতে এক থেকে দেড় মাস
সিঙ্গাপুরে চিকিৎসারত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় এক থেকে দেড় মাস সময় লাগবে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে সংক্রমণ হয়েছে। এই সংক্রমণটা প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে। তার কিডনিতেও সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনার পর তার বাইপাস সার্জারির ব্যবস্থা করা হবে।
হাসপাতাল সূত্রে বলা হয়েছে যে, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং কিডনির সমস্যা নিয়ন্ত্রণে এক থেকে দুই সপ্তাহ লেগে যেতে পারে। তারপর তার বাইপাস সার্জারি করা হবে। বাইপাসের পর স্বাভাবিক নিয়মে তার দশদিন বিশ্রামের প্রয়োজন হবে। সব মিলিয়ে তার চিকিৎসার জন্য এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
Please follow and like us: