সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু গোলাগুলি, ০১ জেলে উদ্ধার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কোস্টগার্ড ও বনদস্যু জিয়া বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। উভয়ের মধ্যে আধাঘণ্টা ব্যাপি বন্দুক যুদ্ধে বনদস্যু জিয়া বাহিনীর ডেরা থেকে জিম্মি এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
এ সময় জিম্মি অপর দুই জেলে ডেরা থেকে পালিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সুন্দরবনে কচুখালি খালে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। উদ্ধারকৃত জেলে হলেন- পার্শ্বেখালি গ্রামে মৃত মোহাম্মদ গাজীর ছেলে আঃ সত্তার (৩০)। অপরদিকে পালিয়ে বাড়িতে ফেরা দুই জেলে হলেন, একই গ্রামের মাওলা বক্স গাজীর ছেলে মজিদ গাজী (৩৩) এবং দাউদ গাজীর ছেলে মিকাইল গাজী (৩০)। কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার (পিও) মোঃ আলমগীর হোসেন জানান, সুন্দরবনে কচুখালি খালে জিয়া বাহিনীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জিয়া বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় কোস্টগার্ড সদস্যরা। গোলাগুলিতে টিকতে না পেরে জিয়া বাহিনী দলবল নিয়ে গহিন সুন্দরবনে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি করে বনদস্যুদের ব্যবহৃত একটি নৌকা ও জিম্মি সাত্তার জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেকে স্থানীয় ইউপি সদস্য আনারুলের কাছে হস্তান্তর করা হয়। ফিরে আসা জেলেরা জানায়, গত ৩ মার্চ সুন্দরবনে কচুখালি খালে মাছ ধরার সময় জিয়া বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে।