সাংবাদিক বেলাল হোসেনের উপর সন্ত্রাসী হামলায় সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ
সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও পত্রদুত পত্রিকার শ্যামনগর উপকূলীয় প্রতিনিধি। বেলাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছে, সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সম্পাদক বরুণ ব্যানার্জী, সহ-সভাপতি তপন কুমার বিশ্বাস ও গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক এম,ডি আরাফাত আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক নাগিব মাহফুজ,সাংগঠনিক সম্পাদক আসিফ মাহফুজ,সহ-সাংগঠনিক বিশ্বজিৎ চক্রবর্তী, অর্থ বিষয়ক এস,কে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন কুরাইশ, তথ্য বিষয়ক সম্পাদক একরামুল কবির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল বারী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পলাশ মন্ডল। কার্যনির্বাহী সদস্য আমজেদ হোসেন মিঠু, মেহেরুজ্জামান, বেলাল হোসেন,এস,কে ফিরোজ আহম্মেদ, মনিরুল ইসলাম,এস,এম গোলাম ফারুক,জি,এম মিজানুর রহমানসহ সকল সদস্য বৃন্দ। উল্লেখ্য সোমবার (০৪ ঠা মার্চ) সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত, সুপ্রভাত সাতক্ষীরা ও দৃষ্টিপাত পত্রিকায় “মুন্সিগঞ্জে নদীর চর দখল করে অবৈধ দোকান ঘর নির্মাণ” শীর্ষক খবর প্রকাশ হওয়ায়। মুন্সিগঞ্জ ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল্ল্যাহ সরদার ক্ষিপ্ত হয়ে তার নিজস্ব বাহিনী নিয়ে ওই দিন সকাল সাড়ে ১০ টার দিকে বাসস্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানের পাশে সাংবাদিক বেলালের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসী বাহিনির হাতে থাকা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারপিট ও প্রাণ নাশের হুমকি দেয়। পরবর্তীতে ঘটনা স্থল থেকে আহত সাংবাদিক বেলালকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর স¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর ওই সাংবাদিক বাদী হয়ে গত সোমবার (৪ ফেব্রুয়ারী) রাত ৮ দিকে সন্ত্রসীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটানার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন সাংবাদিকের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনুনাগ দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।