শ্যামনগরে পেটের বাচ্চাটিকেও বাঁচতে দিলোনা ওরা
শ্যামনগরে ভিটা বাড়ি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের নির্মম আঘাতে গৃহবধূ মনজিলা (১৯) মারাত্মক আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে গত ৪মার্চ সকাল ৭টায় উপজেলা মুন্সিগঞ্জ পল্লীতে। এ ঘটনায় গৃহবধূর শশুর নজির গাজী বাদী হয়ে মোস্তফা গাজীসহ ৮জনকে আসামী করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে প্রকাশ মুন্সিগঞ্জ এলাকার মোস্তফা গাজী গংদের সাথে একই গ্রামের নজির গাজীর বসত ভিটা নিয়ে গোলমাল চলে আসছে।
প্রায় সময় তারা জোর পূর্বক বসত ভিটা দখল করার চেষ্টা করে আসছিল। গত ৪মার্চ নজির গাজী ও তার ছেলে শাহিন বাড়িতে না থাকার সুযোগে মোস্তফার নেতৃত্বে আহম্মদ গাজী, গফুর মোড়ল, আজিজ মোড়ল, সহ সাত থেকে আট জন দেশী অস্ত্র সহ লাঠি শোটা নিয়ে তাদের বসত ভিটা দখল করার চেষ্টা করে।
এ সময় অন্ধ গোলাম কাদের চিৎকার করলে তাকে মারপিট করতে থাকে। তার চিৎকারে গৃহবধূ মনজিলা ঠেকাতে গেলে তাকে গলা চেপে হত্যার চেষ্টা করে। এ সময় গৃহবধূর তলপেটে লাথি মারায় প্রচুর রক্ত ক্ষরণ হয়। মনজিলার স্বামী জানান তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে গেছে।