শোভনালীর কয়েকটি ওয়ার্ডে ভি.জি.ডি কার্ডের চাউল বিতরণ নিয়ে গোলযোগ
আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন এলাকায় ভি.জি.ডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। তবে শোভনালী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৩৬০ জন কার্ড ধারীর মধ্যে বিনামূল্যে ৩০কেজি করে চাউল বিতরণ করার কথা থাকলেও ৪,৭ ও ৯ নং ওয়ার্ডের কার্ডধারীদের চাউল দেওয়া হয়নি।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার উপস্থিতিতে শোভনালী ইউনিয়ন পরিষদ চত্তরে বিনামূল্যে মাথা পিছু ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
৪ ও ৭ নং ওয়ার্ডের ইউ.পি সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা যে কার্ডধারীদের নাম চেয়ারম্যানের কাছে দিয়েছিলাম তা থেকে অনেকের নাম নেই, তাই চাউল দেওয়া হয়নি।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃআজিজুর ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান আমাকে জানায়নি ।
কবে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, চাউল কবে দেবে সেটা নিয়ে আপনাদের এত মাথাব্যাথা কেন, আমাদের যখন ইচ্ছা তখন দেব।
চাউল দেওয়ার সময় উপস্হিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক ম, মোনায়েম হোসেন, ইউপি সচিব আমিনুর রশিদ, ইউপি সদস্য দিলীপ কুমার মন্ডল, মোঃআঃআজিজ,উদয় কান্তী বাছাড়, হান্নান পাড়, ফারুক হোসেন,পূর্নিমা রানী ও সালেহ আহমেদ প্রমূখ।