জেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভায় আসাদুজ্জামান বাবু ও কাজী আক্তারকে সমর্থন
আগামী ২৪ মার্চ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ীকার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সায়ীদ উদ্দীন। সম্মানিত অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন কাজী আক্তার হোসেন, মীর আজহার আলী শাহিন। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, সদর উপজেলার আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক জিএম রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, মফিজুল ইসলাম ঢালী, অরুন কুমার ঘোষ, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক নাজমুল হক রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য কাজী ইকবল হোসেন, তুহিন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহবুবুল আলম খোকন, কালিগঞ্জের সভাপতি নুরুজ্জামান জামু সহ সদর উপজেলা, পৌরসভা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা মনোনিত চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু ও সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেনকে সমর্থন দেওয়া হয় এবং তাদের পক্ষে কাজ করে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানানো হয়।