কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ওষুধ ব্যবসায়ীর জরিমানা
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দুই ওষুধ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার সকালে কলারোয়া পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন-জেলা ড্রাগ অফিসার আব্দুল্লাহ আল মামুন ও কলারোয়া থানার এসআই পিযুষ কুমার। এসময় কলারোয়া বাজারের কবির ফার্মেসীতে ভারতীয় ওষুধ রাখায় এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দোকান মালিক আবু তাছিরকে ৫ হাজার টাকা জরিমানা ও একই সময় বাবলু মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দোকান মালিক শাহাজাহান আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী এমএ মান্নান।
Please follow and like us: