আশাশুনিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
আশাশুনিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, শিক্ষা অফিসার মোসাঃ সামছুন্নাহার, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, এসএপিপিও আঃ গনি, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন ও দীপঙ্কর কুমার সরকার, আ’লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে উপজেলার সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়।