আশাশুনিতে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
আশাশুনিতে ২৫ মার্চ গণ হত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, ডাঃ অরুণ কুমার ব্যানার্জী, সেলিম সুলতান, সোহাগ খান, আজিজুল হক, মোসাঃ সামছুন্নাহার, দারুস সালাম, বিশ^জিৎ ঘোষ, হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন ও দীপঙ্কর কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ মোমবাতি প্রজ্বলন, রাত ৯টায় ১মিঃ ব্লাক আউট, আলোচনা সভা ও দোয়া-প্রার্থনা অনুষ্ঠান। ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনী, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৬.৩০ টায় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ৮ টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কবিতা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মসজিদ-মন্দির-গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা, প্রীতি ফুটবল খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।