অবশেষে মেসেঞ্জারে চালু হল ডার্ক মোড
অবশেষে মেসেঞ্জারে ডার্ক মোড চালু করেছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, এই ফিচারের কারণে স্মার্টফোনের ব্যাটারি খরচ খুব কম হবে।
স্মার্টফোনের ব্যাটারি খরচ বাঁচাতে ডার্ক মোডটি খুবই কার্যক্রর হওয়ায় অনেকের কাছের তুমুল জনপ্রিয় ফিচার হিসেবে পরিচিত এটি। তবে ফেসবুক ম্যাসেঞ্জারে এটি কতটা জনপ্রিয়তা পাবে সে বিষয়ে অনুমান করা অনেকটা কঠিন।
ম্যাসেঞ্জারে ডার্ক মোড ফিচার চালু করতে হবে ম্যানুয়ালি। ফিচারটি চালু করতে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগসহ ম্যাসেঞ্জার ইনস্টল করা থাকতে হবে। এরপর সেটি ওপেন করতে হবে।
ম্যাসেঞ্জার ওপেন করার পর কারো সঙ্গে চ্যাট করার জন্য চ্যাটবক্সে যেতে হবে। সেখানে ইমোজি অপশন আসবে। সেই ইমোজি থেকে চাঁদের ইমোজি বের করে সেটি সেন্ড করতে হবে। সেই ইমোজি পাঠানোর পর সেখানে উপরে লেখা আসবে, ‘You Found Dark Mood’। যার নিচেই লেখা থাকবে ‘TURN ON IN SETTING’।
তখন সেই সেটিংসে গেলে অপশন আসবে ডার্ক মোড অন করার। সেটা অন করে দেওয়ার পরেই পেয়ে যাবেন কাঙ্খিত ফিচারটি।