পুলওয়ামা নিয়ে ছবি বানাতে লাইন লেগেছে বলিউডে
ভারত-পাকিস্তানের নানা ইস্যু নিয়ে বলিউডে সিনেমা নির্মাণ নতুন কিছু নয়। তারই ধারাবাহিকতায় সদ্য ঘটে যাওয়া পুলওয়ামার ঘটনা এবং তার পরবর্তীতে ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বলিউডে। পুলওয়ামা হামলার পর থেকে গত কয়েক দিনে ছবির নাম নথিভুক্ত করার লাইন পড়েছে বলিউডে।
পুলওয়ামা হামলার কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এই আবহ ‘পুলওয়ামা অ্যাটাক’ বা ‘সার্জিক্যাল স্ট্রাইক ২’ নামে ছবি নির্মাণ হতে পারে সেটা অনেকেরই ধারণা ছিল। এখনও পর্যন্ত পাঁচটি প্রযোজনা সংস্থা ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস্ অ্যাসোসিয়েশন’ (ইম্পা)-এ গিয়ে এই সংক্রান্ত ছবির নাম নথিভুক্ত করেছেন বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমে।
এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত এই সংক্রান্ত ১০টি নাম জমা পড়েছে। যে সব নাম নথিভুক্ত হচ্ছে, তার সব কটি নিয়ে ছবি নাও হতে পারে।
নথিভুক্তর আবেদন হওয়া ছবির নামগুলো:
‘পুলওয়ামা: দ্যা টেরর অ্যাটাক’,‘পুলওয়ামা অ্যাটাক ভার্সেস সার্জিক্যাল স্ট্রাইক ২.০’,‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’,‘বালাকোট’,‘ওয়ার রুম’,‘হিন্দুস্তান হামারা হ্যায়’,‘দ্যা অ্যাটাকস অফ পুলওয়ামা’,‘পুলওয়ামা টেরর অ্যাটাক’,‘উইথ লাভ, ফ্রম ইন্ডিয়া’,‘এটিএস-ওয়ান ম্যান শো’।