খালেদা জিয়ার ‘মাইনাস’ চেয়েছিলেন মির্জা ফখরুল
১/১১’র সময় যখন বিএনপির একাংশ বিএনপিকে বিভক্ত করা এবং মাইনাস টু ফর্মুলা কার্যকর করার উদ্যোগ নেয় তখন সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপি গঠন করা হয়েছিল এবং সেখানে মহাসচিব করা হয়েছিল মেজর অব. হাফিজউদ্দিন আহমেদকে। তারা নির্বাচন কমিশনের কাছে বৈধতা চেয়েছিল। এটা নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দিলেও বিএনপির অনেকেই সাইফুর রহমান-মেজর হাফিজের বিএনপিবে সমর্থন জুগিয়েছিল। যারা সমর্থন যুগিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম তথ্য উঠে এসেছে এবারের বইমেলায় প্রকাশিত ‘এক এগারো’ শীর্ষক গ্রন্থে। গ্রন্থটি লিখেছেন মুক্তিযোদ্ধা ও দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন এনজিও স্টাডিজ’ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক মহিউদ্দিন আহমদ।
‘এক এগারো’ বইয়ের ২৯৭ ও ২৯৮ পাতায় বলা হয়েছে, ২ নভেম্বর বিএনপির ১০৬ জন সাবেক সাংসদ এক যৌথ বিবৃতিতে সাইফুর-হাফিজের নেতৃত্বের প্রতি তাঁদের আস্থার কথা জানান। বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে ছিলেন আবদুল মান্নান ভূঁইয়া, মাহবুবুর রহমান, সাদেক হোসেন খোকা, এম ওসমান ফারুক, রেজাউল করিম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রেজাউল বারী ডিনা, মোশারেফ হোসেন শাজাহান, লুৎফর রহমান খান আজাদ, মে. জে. (অব.) মাহমুদুল হাসান, এহছানুল হক মিলন, মইনুদ্দীন ভূঁইয়া, গৌতম চক্রবর্তী, বিচারপতি মোজাম্মেল হক, জি এম সিরাজ, কবির হোসেন, নাজিমউদ্দিন আলম, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুল আলম প্রামাণিক, আবদুল মান্নান তালুকদার প্রমুখ। এদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মেজর হাফিজ।
পরদিন ৩ নভেম্বর বিএনপির ১৯ জন সাবেক সাংসদের নামে একটি বিবৃতিতে অস্থায়ী মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ারের প্রতি আস্থা জানানো হয়। তাদের মধ্যে ছিলেন এম কে আনোয়ার, ব্যারিস্টার আমিনুল হক, মঈন খান, মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবর রহমান মনজু, নাদিম মোস্তফা, হারুনুর রশিদ খান মুন্নু, মিজানুর রহমান সিনহা, মুশফিকুর রহমান, আবু হেনা, উকিল আবদুস সাত্তার, সাঈদ এস্কান্দার, জিয়াউল হক জিয়া ও আবুল খায়ের ভুঁইয়া। এ ছাড়া আগের দিন সাইফুর-হাফিজ কমিটিকে সমর্থন জানিয়ে যারা বিবৃতি দিয়েছিলেন তাদের মধ্য থেকে নাজিমউদ্দিন আলম, এহছানুল হক মিলন, শাহজাহান ওমর, শামসুল আলম প্রামাণিক ও আবদুল মান্নান তালুকদার মত পরিবর্তন করে খোন্দকার দেলোয়ারের প্রতি আস্থা জানান।