ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক
আগামী বছরই ক্রিপ্টোকারেন্সি আনতে চাচ্ছে ফেসবুক ও টেলিগ্রাম। আর তাই অন্তত ৫০ জন প্রকৌশলী এটি নিয়ে কাজ করছেন। সেই কাজের অগ্রগতির নজর রাখছেন স্বয়ং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরেই প্রতিষ্ঠানটি নিজেদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে হাজির হবে। ফেসবুকের মতো নিজেদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছে টেলিগ্রাম।
মোবাইলে যোগাযোগ অ্যাপ টেলিগ্রাম বিশ্বের বেশ কিছু দেশে খুবই জনপ্রিয়। প্রতিষ্ঠানটিও চাইছে আগামী বছরেই নিজেদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিয়ে আসতে পারবে। ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছেন এমন এক বক্তির উদ্ধৃতি দিয়েছে নিউ ইয়র্ক টাইমস জানায়, যেহেতু প্রকল্পটি খুবই গোপনীয় তাই বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। তবে এটা ঠিক, আমরা যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছি তা হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাবে। বিশ্বব্যাপী ৩০ কোটির মতো ব্যবহারকারী রয়েছে টেলিগ্রামের।
এর আগে জাকারবার্গ বলেন, শীঘ্রই গ্রাহক ব্লকচেইনভিত্তিক যাচাই ব্যবস্থার মাধ্যমে ফেসবুকে লগইন করতে পারবেন।
“আমি বিকেন্দ্রীভূত বা ব্লকচেইন যাচাই ব্যবস্থার দিকে যাওয়ার চিন্তা করছি। যদিও এটি কীভাবে করা হবে এখনও তেমন কোনো উপায় পাওয়া যায়নি। কিন্তু এটি একটি যাচাই ব্যবস্থা এবং আপনার তথ্য ও অন্যান্য সেবায় প্রবেশাধিকার দেওয়া” বলেন জাকারবার্গ।