আনুলিয়া দুর্গা ও বাসন্তী মন্দিরে মহানাম সংকীর্তন
আশাশুনি উপজেলার আনুলিয়া সার্বজনীন দুর্গা/বাসন্তী মন্দির প্রাঙ্গণে ৫ দিনের শ্রীশ্রী তারকব্রহ্ম মাহানাম সংকীর্তন শুরু হবে ৭ মার্চ বৃহস্পতিবার হতে। আনুলিয়া, চেচুয়া ও কাকবাসিয়া গ্রামের সকল ভক্তবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেছেন।
৭ মার্চ মহানাম সংকীর্তনের শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভগবত আলোচনা হবে। ৮ ও ৯ মার্চ পূর্ণ নামের দিবস ও রাত্রে আনন্দ বাজারে ভক্তসেবা চলবে।
১০ মার্চ প্রভাতে কুঞ্জভঙ্গ ও নগর কীর্তন এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগারতি ও প্রসাদ বিতরণ। ১০ মার্চ সন্ধ্যা ৭.৩০ টায় পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। নামামৃত পরিবেশন করবেন সাতক্ষীরার ভবা পাগলা সম্প্রদায়, খুলনার দেবী প্রিয়া সম্প্রদায়, গোপালগঞ্জের প্রভু প্রাণ কিশোর সম্প্রদায়, যশোরের নন্দ কিশোর সম্প্রদায়, বাগেরহাটের হরি ভজন সম্প্রদায় ও সাতক্ষীরার ভক্ত জয়দেব সম্প্রদায়।