ঝড় ও বৃষ্টিতে সাতক্ষীরার আম চাষিরা সর্বস্বান্ত: লক্ষ্য মাত্রা অর্জনে সংশয়
টানা চার দিনের ঝড় ও বৃষ্টিতে সাতক্ষীরা জেলার বেশিরভাগ আম গাছের মুকুল ঝরে পড়েছে। এতে অধিকাংশ গাছে আশানুরূপ আম না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে। আম চাষিরা সর্বস্বান্ত হতে চলেছে।
গত সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঝড়, সাথে শিলাবৃষ্টি বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থায়ী হয়। সাথে হয়েছে বজ্রপাতও। এর সাথে আবার থেমে থেমে হয়েছে দমকা ঝড় ও বৃষ্টি। আচমকা প্রকৃতির এমন বৈরিতায় জেলার আমের মুকুলে ব্যাপক প্রভাব ফেলেছে। বেশির ভাগ আমের মুকুল ঝরে পড়েছে। তবে আমের মুকুলের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় বলে দাবি করেছেন স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা।
আগাম মুকুল আসায় জেলা কৃষি বিভাগ এখনো আম চাষের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেননি। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যেই চলতি বছরে আম উৎপাদনের টার্গেট নির্ধারণ করা হবে। তবে গত বছর এ জেলাতে আমের চাষ হয়েছিল ৪ হাজার হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর রেকর্ড পরিমান আমের চাষ হবে আশা সংশ্লিষ্টদের।আবহাওয়া অনুকূলে থাকলে সাতক্ষীরার চাহিদা মিটিয়ে এ বছর প্রচুর আম দেশ-বিদেশে রপ্তানি হবে বলে মনে করছেন কৃষি বিভাগ।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলাতে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আমের আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু বিশ্বাস জানান, ঝড় ও বৃষ্টিতে আমের মুকুলে সামান্য কিছু ক্ষতি হলেও বৃষ্টিতে কৃষির উপকারই বেশি হয়েছে। সামনের দিনগুলোতে ঝড় না হয়ে যদি বৃষ্টি হয় তাহলে ধানের ফলন ভালো হবে। তিনি আশা করেন আর ক্ষতি না হলে আমের ফলনের লক্ষ্যমাত্রা অর্জন হবে।