কলারোয়ায় ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন
ভোটার হবো ভোট দেবো’-শীর্ষক স্লোগানে দেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কলারোয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি স্কাউটাররা বাদ্যযন্ত্রে র্যালিটি মুখোরিত করে তোলে। পরে নির্বাচন অফিসের হলরুমে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। উপজেলা নির্বাচন আফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কৃষি অফিসার মহাসীন আলী, সমবায় অফিসার নওশের আলী, সহকারী নির্বাচন অফিসার রেজাউল ইসলাম, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে তরুণ ভোটারদের ছবি তুলে নতুন পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ।