আবারো বাটন ফোনে ঝুঁকছে নির্মাতারা
বৈশ্বি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠাগুলো কোটি কোটি ডলার ব্যয় করে থাকে নতুন চমক দেওয়ার জন্য। কিন্তু হটাৎ করেই পুরোনো প্যাটার্নের দিকে ঝুঁকছে তারা। কয়েকটি আন্তর্জাতিক সংবামাধ্যমে বলা হয়েছে, আবারো বাটন ফোনে ঝুঁকছে নির্মাতারা।
প্রশ্ন হলো, হটাৎ করেই এমন সিদ্ধান্ত কেন? প্রশ্নের উত্তর খুব একটা সহজ নয়। একটা সময় বাটন ফোন এনে জনপ্রিয় হয়েছিল ব্ল্যাকবেরি। নকিয়াসহ অন্যান্য অনেক নামী প্রতিষ্ঠানই সেই সময় পার করে স্মার্টফোনের দিকে এগিয়েছে। এমনকি এখন ফোল্ডেবল ফোনে নজর দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
চলমান স্পেনের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এফএক্সটেক নামে একটি কোম্পানি স্লাইডিং ফোন এনেছে, নাম দেয়া হয়েছে প্রো-১। কোয়ার্টি কিবোর্ড থাকলেও ডিভাইসতে টাচ সুবিধা রয়েছে।
লন্ডন ভিত্তিক এফএক্স কোম্পানিটি, স্মার্টফোনে ফিজিকাল বাটনসহ ফোন এনেছে। এফএক্সটেকই প্রথম নয়, স্মার্টফোনের যুগে ব্ল্যাকবেরিও ফিজিকাল কিবোর্ড সমৃদ্ধ ফোন তৈরি করে।
কোম্পানিটির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, অনেকেই আছেন যারা স্মার্টফোনে ফিজিকাল কিবোর্ড চান। শুধু মাত্র একটি স্ক্রিনের ফোনের বাইরে ক্রেতারা আরও কিছু চায়। কোয়ার্ট কি প্রেস করার অনুভূতি সব সময়ই আলাদা।
৬ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে আছে ৬ জিবি র্যাম। স্টোরেজ আছে ১২৮ জিবি। পেছনে আছে ১২ ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেল। ব্যাকআপ দিতে রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৮৩৫। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই। আগামী জুলাইয়ে বাজারে আসবে এটি। যুক্তরাষ্ট্রে এর দাম হবে ৬৪৯ ডলার।