পাক-ভারত যুদ্ধ: বাংলাদেশ সীমান্তে বিএসএফ’র সতর্কতা জারি
কাশ্মীর হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর মধ্যেই বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।
বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে ইকোনমিক টাইমসে বলা হয়েছে, সতর্কতা জারি করেছে বিএসএফ। পাক-ভারত সীমান্তের উত্তেজনার সুবিধা নিয়ে কোনো দুর্বৃত্ত কিংবা সন্ত্রাসী যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
বাংলাদেশ ও পশ্চিবঙ্গের মধ্যে ২,২১৬.৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার বড় অংশই অরক্ষিত।
সুন্দরবনের নদীতীরবর্তী এলাকায় টহল বাড়াতে বলা হয়েছে বলেও জানান ওই বিএসএফ কর্মকর্তা।
Please follow and like us: