কোপা দেল রে`র ফাইনালে বার্সা
লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র ফাইনালে উঠে গেল বার্সেলোনা। চলতি মাসের শুরুতে প্রথম লেগে কাম্প নউয়ের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।
বুধবার রাতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ৩-০ গোলে জয় পায় বার্সা। যার ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠলো এরনেস্তো ভালভেরদের দল।
প্রথমার্ধ্বে দুদলই গোলশূন্য বিরতিতে যায়। সুয়ারেস বিরতির পরই বার্সেলোনাকে এগিয়ে দেন। ম্যাচের ৫০তম মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা উসমান দেম্বেলের কাটব্যাক পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে গোল করেন।
অন্যদিকে ম্যাচের ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রিয়াল মাদ্রিদ্র রাফায়েল ভারানে। ডান দিক থেকে সুয়ারেসকে লক্ষ্য করে গোলমুখে দেম্বেলের বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে পাঠান ফরাসি এই ডিফেন্ডার। যার ফলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
ম্যাচের ৭৩ মিনিটে ডি-বক্সে সুয়ারেসকে কাসেমিরো ফাউল করে। পেনাল্টিতে সুয়ারেসের সফল স্পট কিকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন।