বিএনপি’র ৯ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য সারাদেশে বিএনপির ৯ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কারকৃতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আনিসুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিসম্বরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং বিসম্বরপুর উপজেলা বিএনপি’র সদস্য হারুনুর রশিদ দুলাল।