আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির এজিএম অনুষ্ঠিত
আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউসিসিএ’র সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ম মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, আবম মোছাদ্দেক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ।
সভায় আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসলেমা খাতুন, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ কৃষক সমবায় সমিতি নেতবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বোচ্চ উপস্থিতির জন্য মহিষাডাঙ্গা কৃষক সমবায় সমিতির কার্ত্তিক চন্দ্র সরকার, সর্বোচ্চ স য় জমার জন্য পুইজালা কেএসএস এর অখিল চন্দ্র ও সর্বোচ্চ ঋণ পরিশোধের জন্য হামকুড়া কেএসএস এর হরেন্দ্র নাথ মন্ডলকে পুরস্কৃত করা হয়।