মহিষাডাঙ্গা হাই স্কুলে অভিভাবক সদস্য নির্বাচনে হিরুলাল প্যানেল জয়ী
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন কল্পে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অধ্যাপক হিরুলাল প্যানেল সব কয়টি পদে জয়লাভ করেছে।
বৃষ্টিবাদলকে উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক সদস্য ৫টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৫৫ জন ভোটারের মধ্যে ২৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ২১টি ভোট বাতিল করা হয়। অধ্যাপক হিরুলাল বিশ্বাসের প্যানেলের সঞ্জয় সরকার (ফুটবল প্রতীক) ১৫৩ ভোট, আছানুর রহমান (মাছ) ১৪৬ ভোট, মহিতোষ সরকার (ছাতা) ১৪০ ভোট, দিলীপ তরফদার (চেয়ার) ১৩৩ ভোট ও চম্পা সরকার (কলস) ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি অধ্যাপক মাঙ্গিলাল সরকার প্যানেলের আলিম উদ্দিন ঢালী (মোরগ) ১০৯, জগদীশ সরকার (মই) ১১৯, দেবব্রত বিশ্বাস (আম) ১১৮ ভোট, মনোরঞ্জন সরকার (হরিণ) ১১৭ ভোট ও কুসুম সরকার (গোলাপ ফুল) ১১৯ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার হাসানুজ্জামান।