তালায় উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ১১ জন
তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন মনোনয়ন পত্র ৩টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী জমা দিয়েছেন ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম ফজলুল হক।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আমিনুজ্জামান ।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, খেশরা ইউনিয়ন আওয়ামলীগের সদস্য মুরশিদা পারভীন পাপড়ি ও সাংবাদিক সাকিলা ইসলাম জুই । আগামী ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসে প্রার্থী যাচাই-বাছাই, প্রত্যাহারের শেষ দিন ৭মার্চ ও প্রতীক বরাদ্দ ৮মার্চ অনুষ্ঠিত হবে।