আশাশুনিতে নির্বাচন পরিচালনা নিয়ে আ’লীগের বর্ধিত সভা
উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনা ও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও যুবলীগ নেতা এম এম সাহেব আলির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপদেষ্টা নীলকণ্ঠ সোম, আ’লীগ নেতা হাজী আবুল হোসেন, এড. জহুরুল হক, চেয়ারম্যান আবু হেনা সাকিল, চেয়ারম্যান আলমগীর আলম লিটন, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, চেয়ারম্যান আবম মোছাদ্দেক, আ’লীগ নেতা বিমল কৃষ্ণ সানা, সঞ্জয় কুমার দাশ, আবু সাইদ ঢালী, জাকির হোসেন, আঃ সামাদ বাচ্চু, সুরঞ্জন ঢালী, শ্রমিকলীগ আহবায়ক ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, ছাত্রলীগ সভাপতি আসমাইল হোসাইন ও বিভিন্ন ইউনিয়ন আ’লীগ সভাপতি, সেক্রেটারী ও সহযোগি সংগঠনের সভাপতি সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত নৌকা প্রতীকের মাঝি এবিএম মোস্তাকিমকে বিজয়ী করতে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন। সবশেষে রফিকুল ইসলাম মোল্যাকে আহবায়ক করে এবং নীলকণ্ঠ সোম, এড. জহুরুল হক, সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল আলম, বিমল কৃষ্ণ সানা, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন, সঞ্জয় কুমার দাশ, আবু সাইদ ঢালীসহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগ ও সহযোগি সংগঠনের সভাপতিদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সবশেষে একটি প্রতিনিধি দল এবিএম মোস্তাকিমের পক্ষে মনোনয়নপত্র জমা প্রদান করতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গমন করেন।