অস্কারে ভারতীয় নারীদের জয়
অস্কারের এবারের আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ‘পিরিয়ড. অ্যান্ড অব সেনটেন্স’। ভারতীয় নারীদের স্যানিটারি প্যাড বানানোর গল্প নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন রাইকা জেহতাবচি। ‘পিরিয়ড. অ্যান্ড অব সেনটেন্স’ এর এই জয়কে ভারতীয় নারীদের জয় হিসেবেই দেখা হচ্ছে।
অ্যাকাডেমি আওয়ার্ডের এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে মনোনীত অন্য ছবিগুলো হলো- ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’, ‘অ্যা নাইট অ্যাট দ্য গার্ডেন’।
কোনো উপস্থাপক ছাড়াই চলছে এবারের অস্কার আয়োজন। চিরচেনা ঘরানার বাইরে গিয়ে গান দিয়ে শুরু হয় অস্কারের ৯১ তম আসর। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পীসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
Please follow and like us: